শার্শা সীমান্তে ফেনসিডিল-গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/10/benapole-photo-.jpg)
যশোরের শার্শার শিকারপুর সীমান্ত থেকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ভারতীয় নাগরিক সফিকুল মণ্ডল। ছবি : এনটিভি
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ফেনসিডিল ও গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল ১০টার শিকারপুর গ্রামের বেতনা নদীর তীর থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সফিকুল মণ্ডল (৩০ )। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে শার্শার শিকারপুর সীমান্তের বেতনা নদীর তীর থেকে ভারতীয় নাগরিক সফিকুল মণ্ডলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
সফিকুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।