শার্শা সীমান্তে ১৮ কেজি রুপা উদ্ধার বিজিবির

Looks like you've blocked notifications!
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৮ কেজি রুপা ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন বিজিবির সদস্যরা। ছবি : বিজিবি

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৮ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার সকালে গোগা গ্রামের গাজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এই রুপা উদ্ধার করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে বিপুল রুপার একটি চালান এনে গোগা গ্রামের গাজীপাড়া সীমান্ত পিলার এস ১৭/৭ এবং আর পিলার ৪০-এর নিকটবর্তী একটি কোচিং সেন্টারের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগ থেকে ১৮ কেজি রুপা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

জব্দ করা রুপার চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তানভীর রহমান।