শার্শা সীমান্ত থেকে কোটি টাকার সোনা উদ্ধার

Looks like you've blocked notifications!
যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি

যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (৫ মে) রাতে উপজেলার গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে সোনার বারগুলো উদ্ধার করে ২১ ব্যাটালিয়নের সদস্যরা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতে দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে।