শাহজালাল বিমানবন্দরে সৌদি রিয়ালসহ আটক দুই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। ওই দুই যাত্রীকে আজ শুক্রবার সকালে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করা হয়। এ সময় বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
আটক করা যাত্রীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) ও কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জব্দ করা সৌদি রিয়ালসহ বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুই যাত্রী। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তাঁরা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল দুবাইয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আটক দুই যাত্রী লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।
বিমানবন্দর থানায় মামলা করে আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোহাম্মদ জিয়াউল হক।