শাহজাহান আলী চৌধুরী বাঁচতে চান, প্রয়োজন ৩০ লাখ টাকা
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ঠাকুরগাঁওয়ের স্কুল শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী চৌধুরী (৪৪)। সমাজের সব শ্রেণির মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
শাহজাহান আলী ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার স্ত্রী শেফালী বেগম ১৭৫ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শেফালী বেগম জানিয়েছেন, শাহজাহান ২০২১ সালের অক্টোবরে প্রথম স্টেজের ব্লাড ক্যানসারে আক্রান্ত হন। এরপর কেমোথেরাপিতে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়ে যায়। সম্প্রতি তার তৃতীয় স্টেজের ব্লাড ক্যানসার (Follicular Lymphoma, Grade : 3A) ধরা পড়ে। ফলে তার চিকিৎসার জন্য ডাক্তার আরও ৬ সাইকেলের কেমোথেরাপি এবং বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। আর এজন্য খরচ হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।
শেফালী বেগম বলেন, 'আমার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ পরিস্থিতিতে তার চিকিৎসা বন্ধ হওয়ার পথে রয়েছে।'
শেফালী জানান, শাহজাহান ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস ও ডা. আশিক জামানের তত্ত্বাবধানে রয়েছেন।
তিনি সমাজের সব শ্রেণির মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
Md. Shahjahan Ali Chowdhury
Rupali Bank SB Account no - 4572011011928
Thakurgaon corporate branch.
বিকাশ
Md. Shahjahan Ali Chowdhury
01723280158 (পারসোনাল)