শাহবাগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
জ্বালানি তেলের অযৌক্তিক দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের কর্মসূচিতে পুলিশের হামলা ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, এদের মধ্যকার চারজনের অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন অবস্থানকারীরা।
আজ রোববার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে গেলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে বলে জানা যায়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী রুহুল আমিন নামের একজন বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। একই সাথে আমরা মিছিল ও সমাবেশও করছি। সাড়ে ছয়টার দিকে আমাদের এখানকার অবস্থানকারী শিক্ষার্থীরা যখন শাহবাগ মোড়ের বিপরীতে মিছিল নিয়ে যায়, তখন পুলিশ বাহিনী শিক্ষার্থীদের ওপর এক দফা লাঠিচার্জ করে। পরবর্তীতে এর পাশেই প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠন যখন সমাবেশ করতে থাকে, তখন বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর ভয়ঙ্করভাবে লাঠিচার্জ করে। এ ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে চারজন শিক্ষার্থী গুরুতর আহত। তারা সবাই ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখানে শান্তিপূর্ণভাবেই জ্বালানির বর্ধিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল-সমাবেশ করছি। কিন্তু সরকার আমাদেরকে সেই সুযোগটাও দিচ্ছে না।'
কর্মসূচিতে অংশ নেওয়া আরেকজন বলেন, 'এই সরকার কিছুতেই মানুষকে আন্দোলন করতে দিবে না, মিটিং, মিছিল, সমাবেশ করতে দিবে না, মানুষকে স্তব্ধ করে দেবে। এটা তারা প্রতিজ্ঞা করেছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা চাই, সরকার আমাদের বা জনগণের আন্দোলনকে যেন কোনভাবেই বাধাগ্রস্ত না করে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের দাবি একটাই, এই বর্ধিত জ্বালানি তেলের বৃত্তি পুনঃনির্ধারণ করতে হবে।'