শাহ আমানত বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণ জব্দ

Looks like you've blocked notifications!
জব্দ স্বর্ণের বার ও স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুল ইসলাম নামের এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন জব্দ করা হয়েছে। সে সময় তাঁকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে শারজাহ থেকে আসা সাইফুল ইসলামের কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতান মাহমুদ বলেন, এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী ছিলেন সাইফুল ইসলাম। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় চার কেজি। এ স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি।

সুলতান মাহমুদ আরও বলেন, ‘খবর আসে আরব আমিরাতের শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। ওই ব্যক্তিকে তল্লাশি করে তাঁর শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।’

সুলতান মাহমুদ জানান, সাইফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।