শাহ আমানত বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আজ শনিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর শাখা।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ১০ কেজি বলে জানা গেছে।
জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে।