শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী পরশু (৩ অক্টোবর) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার এ ছুটির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছুটি বাড়ানোর বিষয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ছুটি বাড়ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার সময়ে ধাপে ধাপে আমরা ছুটি বাড়িয়েছি। এটি ছাড়া তো সম্ভব ছিল না। ধাপে ধাপে বাড়ানো ছাড়া একসঙ্গে অনেক ছুটি বাড়ানোর যুক্তি নেই। শিক্ষার্থীরা তো অনলাইনে পড়াশোনা করছে, শিক্ষকদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। আমরা চাই দ্রুত সব ঠিক হোক, দ্রুত আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চাই।’