শিগগিরই দেশে ফিরবেন নিখোঁজ এনটিভির সাংবাদিক : লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস
লিবিয়ায় নিখোঁজ এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান জাহিদ শিগগির দেশে ফেরত পাঠাতে পারবে বলে জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ দূতাবাসের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে বিকেল তিনটার দিকে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজে লেখা হয়, ‘লিবিয়ায় আটক বাংলাদেশি সাংবাদিক মো. জাহিদুর রহমান এবং প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দূতাবাসের নিকট হস্তান্তর করেছে।’
সেখানে আরও জানানো হয়, লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দুজন আটকের বিষয় নিশ্চিত হওয়ার পর দূতাবাস হতে তাঁদের মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। সেদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং ত্রিপলীর সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সবার সহযোগিতায় দূতাবাস তাঁদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছে।’
‘দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মো. জাহিদুর রহমান দেশে ফেরত যেতে পারবেন’ উল্লেখ করে ওই পোস্টে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সুশীল সমাজের প্রতিনিধিদের দূতাবাস ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ছাড়া প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু’এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
উল্লেখ্য, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন।