শিমুলিয়ায় ফেরিতে যাত্রীদের চাপ কমেছে
শিল্প-কারখানা খুলে দেওয়ায় বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরিতে করে কর্মস্থলে ফিরছে যাত্রীরা। তবে গত তিন দিনের চেয়ে আজ মঙ্গলবার যাত্রীদের চাপ অনেকটাই কমেছে। সকাল থেকে কর্মস্থলে ফেরাসহ নানা কাজে ঢাকা অভিমুখে ফেরিতে পদ্মা পারি দিতে দেখা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের। লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পদ্মা পার হচ্ছে৷
এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে গুণতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া। অন্যদিকে, মহাসড়কের মাওয়া চৌরাস্তা থেকে বেশ কিছু বাসকে নিয়ম ভেঙে চলাচল করতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আজ ১০টি ফেরি সচল রয়েছে।
গত তিন দিনের চেয়ে যাত্রীদের চাপ অনেকটাই কম। তবে ফেরিগুলোকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের জন্য। ঘাট এলাকায় ছোট-বড় যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।