শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, যাত্রীদের দুর্ভোগ

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি। ছবি : এনটিভি

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে কয়েক দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। শুধু দিনে ফেরি চলাচল করছে। এতে পারাপারের অপেক্ষায় গাড়ির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লাগছে বেশি সময়। যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে শিমুলিয়া ঘাটে।

১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার ভোর ৬টা থেকে ছয়টি ফেরি চলাচল করছে এই নৌরুটে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে চার শতাধিক যানবাহন।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, পুরাতন জমে থাকা গাড়ির সঙ্গে নতুন গাড়িও যোগ হচ্ছে। প্রাইভেটকার ও পিকআপ বেশি আসছে ঘাটে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ১৬টি ফেরির মধ্যে ছোট ছয়টি ফেরি চলাচল করছে। নয়টি ড্রেজার পলি অপসারণে কাজ করছে। তীব্র স্রোত, নাব্যতা সংকট ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকাল সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা ফেরি চলাচল বন্ধ থাকছে এই নৌরুটে। ঘাট এলাকায় ঘণ্টায় পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।