শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড়, আটকা পড়েছে যানবাহন
লকডাউনের প্রথম দিন আজ সোমবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ দেখা গেছে। গণপরিবহণ বন্ধ থাকার নির্দেশনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। স্বল্প পরিসরে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় আটকা পড়েছে সহস্রাধিক পণ্য ও ব্যক্তিগত যানবাহন। এর মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত যানবাহন বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘুরমুখো যাত্রীরা শিমুলিয়াঘাটে এসে ভিড় করেন। অনেকে কর্মস্থল বন্ধ থাকায় ঢাকায় ব্যয় ও লকডাউনের সময় বৃদ্ধির আশঙ্কায় বাড়ি ফিরছেন।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক হিলাল উদ্দিন জানিয়েছেন, সকাল থেকে নদী পারাপারের উদ্দেশ্যে ঘাটে এসে ভিড় জমাতে থাকেন যাত্রীরা। ফেরি বন্ধ থাকায় ঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজারের বেশি যানবাহন অবস্থান করছে। তাদের ঢাকায় ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে।