শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও চলছে না ফেরি, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

Looks like you've blocked notifications!
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। ছবি : এনটিভি

পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ শুক্রবারও বন্ধ রয়েছে ফেরি চলাচল। এর ফলে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। তবে, বিকল্প হিসেবে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ‘গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের চ্যানেলের বয়াগুলো সরে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখন পর্যন্ত চ্যানেলে বয়া স্থাপন করতে না পারায় সাময়িকভাবে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বিআইডব্লিউটিএ’র উপপরিচালক ওবায়দুল করিম জানান, স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের চ্যানেলের বয়াগুলো ভেসে গেছে। তবে নারায়ণগঞ্জ থেকে বয়া আসামাত্রই আমরা তা স্থাপন করব। আর বয়া স্থাপন করা গেলেই আগের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ নৌ-রুটে রোরো, কেটাইপ, মিডিয়ামসহ আটটি ফেরি চলাচল করে। অন্যদিকে, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে বেশ কিছু যানবাহন।’