শিল্পসচিব হিসেবে দায়িত্ব নিলেন কেএম আলী আজম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/27/silposochib.jpg)
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন কে এম আলী আজম।
আজ বুধবার আলী আজম আনুষ্ঠানিকভাবে বিদায়ী সচিব মো. আবদুল হালিমের কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রণালয়ে যোগদানের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন আলী আজম।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কে এম আলী আজমের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সচিব মো. আবদুল হালিমের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
কে এম আলী আজম বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী কমিশনার হিসাবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন কে এম আলী আজম। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের সদস্য।