শিশুদের কণ্ঠে পর্দা উঠল ‘ভেঙেছ দুয়ার, এসেছো জ্যোতির্ময়’ অনুষ্ঠানের
‘ভেঙেছ দুয়ার, এসেছো জ্যোতির্ময়’ থিম নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান আজ বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সালিহ্।
শিশু শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং এর পরপরই শত শিশু শিল্পীর সংগীত পরিবেশনার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আজ বুধবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে প্রতিদিন আলাদা থিম-ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
মুজিববর্ষের থিম সংয়ের মিউজিক ভিডিও পরিবেশনার পর বিমান বাহিনীর ফ্লাই পাস্টের রেকর্ড করা ভিডিও প্রচার করার কথা রয়েছে।
আজকের অনুষ্ঠানমালায় রয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা’র ধারণ করা ভিডিও বার্তা প্রচার। এরপর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সালিহ্র বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হলে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। এ পর্বে ‘ভেঙেছ দুয়ার এসেছো জ্যোতির্ময়’ থিমের ওপর ভিত্তি করে নির্মিত অডিও-ভিজুয়ালে ফুটে উঠবে জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়। রাত ৮টার দিকে আতশবাজি ও লেজার শো’র মাধ্যমে শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হবে।