শিশুর সাজা ১০ বছরের বেশি নয় : হাইকোর্ট

Looks like you've blocked notifications!

শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

রায়ে আরও বলা হয়েছে, আইনের সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে দেশে কোনো সুনির্দিষ্ট আইন নেই। আর যেকোনো ধরনের অপরাধই হোক, শিশুকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. সওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এই রায় দেন।

আগে শিশুদের বিচার হতো ১৯৭৪ এর শিশু আইন অনুযায়ী। ২০১৩ সালে হয় নতুন শিশু আইন। এই আইনে শিশুর বয়স, জবানবন্দি গ্রহণ, দণ্ড ও শিশু সংশোধনাগারসহ বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সেই বেঞ্চই শিশুদের নিয়ে যুগান্তকারী এই রায় দিয়েছেন।

রায়ের তিনটি সিদ্ধান্ত হলো- শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই, শিশুকে সাজা দেওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। আর অপরাধ যাই হোক, একজন শিশুকে ১০ বছরের বেশি সাজা নয়।

আদালত তাঁর রায়ের পর্যবেক্ষণে আরও বলেছেন, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই অপরাধকে নিজেদের ঘাড়ে নিয়ে নেয়।