শীতলক্ষ্যায় মিলল ২ লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া এবং একই সময়ে কায়েতপাড়া এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করে।
জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মাহিন ফরাজি বলেন, শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।