‘শুধু বন্দুকযুদ্ধ দিয়ে ইয়াবা পুরোপুরি বন্ধ করা যাবে না’

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফে বিজিবি উদ্যোগে আজ সোমবার ‘মাদক সেবন এবং পাচারের পরিণতি ও কুফল’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

রোহিঙ্গা ক্যাম্পগুলো নাফনদ ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় রোহিঙ্গাদের ইয়াবা পাচার অনেক সহজ হচ্ছে। তাই এ ক্ষেত্রে রোহিঙ্গাদের ইয়াবা ও অন্যান্য মাদক সম্পৃক্ততা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

‘এ মাদক ইয়াবার কারণে একটা প্রজন্ম ধ্বংস হতে পারে না। তবে শুধু বন্দুকযুদ্ধে মানুষ মারা গেলেও ইয়াবা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। ইয়াবা বন্ধ করতে হলে সামাজিকভাবে ইয়াবা কারবারিদের বয়কট করতে হবে।’

তবে মাদক পাচারে শুধু রোহিঙ্গাদের ওপর দায় চাপিয়ে দিলে হবে না বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা। তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের কারা এসব কাজে আশ্রয় দিচ্ছে তাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন। রোহিঙ্গারা স্থানীয়ভাবে কারো সহযোগিতা না পেলে এবং স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে কঠোর হলে রোহিঙ্গাদের একার পক্ষে ইয়াবা পাচার সম্ভব হবে না।’

আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ-২ বিজিবির উদ্যোগে ‘মাদক সেবন এবং পাচারের পরিণতি ও কুফল’ সম্পর্কিত এক আলোচনা সভায় অধিনায়ক এসব কথা বলেন। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরো বলেন, ‘দেশপ্রেম না থাকলে, মরণনেশা ইয়াবা বন্ধ করা সম্ভব হবে না। মাদক কারবারিরা গ্রেপ্তারের পাশাপাশি বিশেষ করে দেশে ইয়াবার চাহিদাও কমাতে হবে। সীমান্তঘেঁষা মিয়ানমার থেকে আসা ইয়াবা দেশ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, টেকনাফ ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনর্চাজ মোহাম্মদ আব্দুল হান্নান, টেকনাফ ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনর্চাজ মোহাম্মদ খালিদ হোসেন, র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব, টেকনাফ পৌরসভার মেয়র হাজি মো. ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, মডেল থানার পরির্দশক (অপারেশন) রকিবুল ইসলাম খান প্রমুখ।

সভায় উন্মোক্ত আলোচনায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারী, নূর মোহাম্মদ, নূর হোসেন, প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, আশেক উল্লাহ ফারুকী প্রমুখ।

সভা পরিচালনা করেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অপারেশন কর্মকর্তা মেজর রুবায়েত কবির। এতে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।