শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না : ড. রেজা কিবরিয়া

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় আজ বুধবার প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। একই সঙ্গে তিনি সরকারকে শ্রীলঙ্কার দিকে লক্ষ্য করে এগিয়ে চলার কথা বলেন।  

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয় ঐক্য ও অবৈধ সরকারের পদত্যাগ আজ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে রেজা কিবরিয়া এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

‘শুধু একজন লোকই দেশ স্বাধীন করেছে বলে প্রচার হচ্ছে’ উল্লেখ করে কিবরিয়া বলেন, ‘অন্যদের অবদান মুছে ফেলে তাঁদেরকে বঞ্চিত করা জাতির জন্য লজ্জাজনক।’

‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল’ বলে মন্তব্য করেন রেজা কিবরিয়া বলেন, ‘সম্মিলিতভাবে এই দানব সরকারের পদত্যাগ ও পতন ঘটাতে চাই। এটাই এখন মূল লক্ষ্য; নির্বাচন পরে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।