শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করছেন : এনামুল হক শামীম

Looks like you've blocked notifications!
শরীয়তপুর নড়িয়ার ঘরিসার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। ছবি : এনটিভি

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর কারণে সারা বিশ্বে প্রধানমন্ত্রী সেরা এবং সেরা সরকারপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত। মানবতায়, সততায় তিনি সব দিক থেকে সেরা।’

আজ সোমবার বেলা ১১টার দিকে শরীয়তপুর নড়িয়ার ঘরিসার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ২৩ হাজার টাকা করে মোট তিন লাখ ২২ হাজার টাকা ১৪  ও ২ বান্ডেল ঢেউটিন বিতরণের সময় উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সেই বঙ্গবন্ধু সোনার বাংলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হয়ে বাংলাদেশে এসে আওয়ামী লীগকে গড়েছেন।’

এর আগে উপমন্ত্রী পদ্মার ডানতীর রক্ষাবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘আগামী জুন মাস এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। আমরা ৩০ মে এর মধ্যেই এই কাজ শেষ করার চেষ্টা করব।’

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান,  নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাদশা শেখ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।