শেরপুরে আরো ছয়জনের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!

শেরপুরে নতুন করে আরো ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৬০ জনের করোনা শনাক্ত করা হলো। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি জানা গেছে। শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুল রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে শেরপুর সদর উপজেলার চারজন ও নালিতাবাড়ী উপজেলার দুজন রয়েছেন।

ময়মনসিংহ পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, শেরপুর থেকে পাঠানো ৪৪টি নমুনার মধ্যে মোট ছয়টি নমুনায় করোনা ধরা পড়েছে।

গত কয়েকদিন ধরে শেরপুরের নমুনা পরীক্ষার সংখ্যা কমে দাঁড়িয়েছিল তিন থেকে পাঁচটির মধ্যে। ফলে কয়েকদিনে শেরপুরে করোনা শনাক্তের সংখ্যা শূন্য থেকে দুইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল।

এদিকে, শেরপুরে মোট ২৬০ জন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েয়ে ২২০ জন। এ ছাড়া জেলায় করোনায় মৃত্যু হয়েছে চারজনের।