শেরপুরে ইউপি নির্বাচনের তফশিল ঘোষণার আগেই প্রার্থীর শোডাউন

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রূপনারায়ণ কুড়া ইউপির নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমানের শোডাউন । ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রূপনারায়ণ কুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে। যার তফশিল এখনও ঘোষিত হয়নি।

নির্বাচনী তফশিল ঘোষণা না হলেও আজ বুধবার শোডাউন করেছেন রূপনারায়ণ কুড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান। কয়েকশ ব্যাটারিচালিত রিকশা নিয়ে এ শোডাউন করেন তিনি।

আজ সকালে রূপনারায়ণ কুড়া ইউনিয়নের গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় এই শোডাউন। শোডাউনে ব্যাটারিচালিত রিকশার বহর নিয়ে মিজানুর রহমান এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় তার সমর্থনে নানা স্লোগান দেয় সমর্থকরা।

এদিকে এমন শোডাউনের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকায়। মিজানুর রহমানের সমর্থকরা এ শোডাউন বিষয়ে বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোডাউনে এসেছে।’

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা শামিয়াজ্জামান মুঠোফোনে জানান, মূলত তফশিল ঘোষণার আগে এ ধরনের শোডাউনে তাদের করার কিছু নেই। তবে এ ধরনের শোডাউন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে।’