শেরপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা হাসপাতাল। ছবি : সংগৃহীত 

শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামে করোনা উপসর্গে ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর ও পাতলা পায়খানায় ভুগছিলেন। উপজেলা প্রশাসন নিহতের বাড়িসহ পার্শ্ববর্তী ১৬টি বাড়ি লকডাউন করেছে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন বলেন, ‘সাতপাকিয়া মধ্যপাড়ায় একজন জ্বর ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে মারা গেছেন। এজন্য মৃতের বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী। তবে আগাম সাবধানতার জন্য বাড়িগুলো লকডাউন করা হয়েছে।’