শেরপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে ছেলের আঘাতে নিহত হয়েছেন বাবা। নিহতের নাম বিল্লাল হোসেন। তার বাড়ি উপজেলার শংকরঘোষ এলাকায়। আজ শুক্রবার বিকেলে বাবা-ছেলের কথা কাটাকাটিতে ছেলে সুরুজ আলীর লাঠির আঘাতে বাবা বিল্লাল হোসেন মারা যান।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সুরুজের লাঠির আঘাতে বিল্লাল মারা যান। আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।’
এদিকে নিহতের স্বজনদের কেউ কেউ সুরুজ আলীকে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন। সুরুজ আলী নিহত বিল্লাল হোসেনের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড়। তার সঙ্গে প্রায়ই বাবার কথা কাটাকাটি হতো।
নিহতের ছোট ছেলে কুদ্দুছ জানিয়েছেন, বড় ভাইয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।