শেরপুরে জমজমাট কোরবানির পশুর হাট

শেরপুরের বিভিন্ন পশুর হাট হয়ে উঠেছে জমজমাট। ছবি : এনটিভি
আর মাত্র দুদিন বাকি ঈদের। পশু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন শেরপুরের বিভিন্ন পশুর হাটের ক্রেতা ও বিক্রেতা। জমজমাট হয়ে উঠেছে সব কয়টি হাট। উঠেছে কোরবানির উপযোগী সব ধরনের পশু। যদিও দাম গতবারের তুলনায় বাড়তি বলে দাবি ক্রেতাদের।
ভারতের সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতি বছর সীমান্ত পেরিয়ে গরু ঢোকে। কিন্তু, এবার তা হয়নি। ফলে দেশি গরুতেই খুশি থাকতে হচ্ছে ক্রেতাদের। আর দামও চড়েছে বলে দাবি অনেকের।
এদিকে গরুর হাটের আইনশৃঙ্খলা রক্ষার্থে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। জেলা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা বাজারগুলো পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।