শেরপুরে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন এবং নালিতাবাড়ীর রিয়াজুল ইসলাম।
গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু জানান, আজ সকালে ঝিনাইগাতীর ইউপি সদস্য জয়নাল এবং নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের রিয়াজুল ইসলাম লোকজন জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের হামলায় জয়নাল ও রিয়াজুল আহত হন।
আহত দুজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে রিয়াজুল সেখানে মারা যান। এ ছাড়া জয়নালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, ‘ঘটনাটি ঘটেছে মূলত ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমানায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’