শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

Looks like you've blocked notifications!
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শহরের পূর্ব পাশের মহারশি নদীর বাঁধে ভাঙন। ছবি : এনটিভি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাঁধে ভাঙন দেখা দেয়। এর আগে গত দুদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় শহরের নিম্নাঞ্চল। ভেসে যায় গৌরীপুর, ধানশালই, মালিঝিকান্দাসহ অন্তত চারটি ইউনিয়নের ৪০টি গ্রাম।

স্থানীয়রা জানান, উঁচু এলাকা থেকে পাহাড়ি ঢলের পানি সাধারণত তিন থেকে চার ঘণ্টার মধ্যে নেমে যায়। কিন্তু, নিম্নাঞ্চলের বিল ও জলাশয়গুলো আগে থেকেই ঢলের পানিতে ভরা থাকায় উঁচু এলাকা থেকেও পানি নামতে এবার দেরি হচ্ছে।

এলাকাবাসী জানায়, আজ মুষলধারে বৃষ্টি ও মহারশির বাঁধে ভাঙনের পর সকাল থেকে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। ভেসে গেছে গ্রামের মাছের সব ঘের। সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।

এর আগে বেশ কিছু মুরগির খামারে পানি ওঠায় অনেক মুরগি মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।

ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জানিয়েছেন, প্রচণ্ড বর্ষণের কারণে সব জায়গার অবস্থা দেখা ও জানা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে, এবারের পাহাড়ি ঢলের পানি নামতে সময় লাগবে। আর ক্ষতির শঙ্কাও বাড়বে।

ইউএনও বলেন, ‘এখন পর্যন্ত আমরা ক্ষতি নিরুপণ করতে পারিনি। তবে, আমাদের কাজ চলছে।’