শেরপুরে শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

Looks like you've blocked notifications!
শেরপুরে মৃত শিশুর স্বজনদের আহাজারি। ছবি  : এনটিভি

শেরপুর জেলা শহরের নওহটা এলাকার পুকুর থেকে সাত মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে আরাফাত তাসিন নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির মা নুরুন্নাহার মানসিকভাবে অসুস্থ বলে জানায় পরিবারের লোকজন। ঘটনার পর থেকে শিশুটির মা নুরুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শিশুটির পরিবারের বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের নওহাটা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির চার সন্তানের মধ্য সবার ছোট আরাফাত তাসিন। সাত মাস আগে শিশুটি জন্মের পর থেকেই অস্বাভাবিক আচরণ করে আসছিলেন মা নুরুন্নাহার। যে কারণে বড় দুই বোনের কাছেই বড় হচ্ছিল শিশুটি। সকালে শিশু তাসিন ও তার মা নুরুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাসিনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। কিন্তু নুরুন্নাহারের সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরো বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’