শেরপুরে সিত্রাংয়ের প্রভাবে স্থবির জনজীবন

Looks like you've blocked notifications!
শেরপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি বৃষ্টিপাতে প্রায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে শেরপুরেও। আজ সোমবার সকাল থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলাজুড়ে। ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাস অনুযায়ী ময়মনসিংহ বিভাগে হালকা বা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টা এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই শীত পড়েছে জেলায়। রীতিমতো ঠাণ্ডা পড়ে গেছে সকাল থেকেই। ফলে জেলার রাস্তাঘাট ফাঁকা এবং মানুষ ঘরবন্দি সময় কাটাচ্ছে। কাজ কমে গেছে অফিস ও ব্যাংক-বিমা পাড়ায়ও।