শেরপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ২ করোনা আক্রান্ত নারী

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা হাসপাতাল। ছবি : সংগৃহীত

শেরপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন করোনা আক্রান্ত দুই নারী। এরা হলেন শেরপুর সদরের শাহিনা বেগম ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী খোদেজা বেগম।

আজ বৃহস্পতিবার দুপুরে তাদের শেরপুর জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল শেরপুরে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন এই দুই নারী।

শেরপুরের করোনাবিষয়ক কমিটির মুখপাত্র ডা. মোবারক হোসেন বলেন, ‘পরপর তিনটি পরীক্ষায় নেগেটিভ আসায় ওই দুজনকে আজ সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা শেরপুর জেলা হাসপাতালে আইসোলেশনে ছিলেন।’

এ ছাড়া আইসোলেশনে চিকিৎসারত আরো তিনজন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। নিয়মমাফিক পরবর্তী পরীক্ষায় নেগেটিভ এলে তাদেরও ছাড়পত্র দেওয়া হবে বলে জানান মুখপাত্র।

শেরপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত নয়জন ছিলেন। দুজন ছাড়পত্র পাওয়ায় এখন আইসোলেশনে আছেন মোট সাতজন। এদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।