শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে মকবুল হোসেন লাল (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এই রায় ঘোষণা করেন তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি গোলাম কিবরিয়া বুলু জানান, প্রায় ১৪ বছর আগে মকবুল হোসেন বিয়ে করেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাতিয়াগাঁও গ্রামের রেফাজ উদ্দিনের মেয়ে নুরুন্নাহারকে। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।
২০০৭ সাল থেকে যৌতুকের দাবিতের নুরুন্নাহারকে নির্যাতন শুরু করেন মকবুল। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করে মকবুল। পরে নুরুন্নাহারের মুখে বিষ ঢেলে দিয়ে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় সে।
ঘটনার পরদিন ৯ ফেব্রুয়ারি নুরুন্নাহারের বড় ভাই আব্দুল জলিল বাদী হয়ে মকবুল হোসেনসহ ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেদিনই পুলিশের হাতে গ্রেপ্তার হন মকবুল। পুলিশ মামলায় মকবুল ও তার মার বিরুদ্ধে চার্জশিট দেয় আদালতে। কিন্তু রায়ে মকবুলকে মৃত্যুদণ্ড দিলেও তার মা বকুলা বেগমকে বেকসুর খালাস দেন বিচারক।