শেরপুর স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা জজ আদালত। ছবি : এনটিভি

শেরপুরে যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি ফুরকান আলী অনুপস্থিত ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত ফুরকান আলীর বাড়ি শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি গ্রামে। যৌতুকের দাবিতে তিনি তার স্ত্রী জহুরা বেগমকে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়া জানান, খুনের ঘটনাটি ২০১১ সালের ২ জুলাই ঘটে। সেদিন রাতে স্ত্রী জহুরা বেগমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ের মারধর ও শ্বাসরোধ করে তাকে হত্যা করেন ফুরকান আলী। হত্যার পর জহুরার মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে ফুরকান পালিয়ে যান।

এ ঘটনায় নিহত জহুরা বেগমের বড় ভাই ফজুলল হক ফুরকান, ফুরকানের মা-বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালতে দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে বিচারক ফুরকান আলীর মৃতুদণ্ডের রায় ঘোষণা করেন এবং অপর তিনজনকে খালাস দেন। পলাতক ফুরকানকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।