শেয়াল শাবক রান্না, অবশেষে শ্রীঘরে
কুমিল্লার চান্দিনা উপজেলায় শিয়াল শাবক হত্যা ও রান্না করার দায়ে মো. খোরশেদ নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপর চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত খোরশেদ উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
আর জরিমানাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের জাকির হোসেন, মো. চারু মিয়া, মো. মফিজ মিয়া ও মো. ওবায়দুল।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, ‘গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামচন্দ্রপুর গ্রামের খোরশেদ আলমের ঘরে অভিযান চালাই। এ সময় আমরা পাঁচটি জীবিত শেয়াল শাবক এবং দুটি রান্না করা শাবকের মাংস জব্দ করি। অপর চারজন এ ঘটনায় মো. খোরশেদকে সহযোগিতা করায় জরিমানা করি।’ তিনি আরো বলেন, ‘পরে জীবিত শেয়াল শাবকগুলোকে মুক্ত করে দেওয়া হয়। এ ছাড়া রান্না করা মাংসগুলো মাটিচাপা দিয়ে দেওয়া হয়েছে।’