শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত

Looks like you've blocked notifications!
গত তিন দিনের শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি : এনটিভি

গত তিন দিনের শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকাল থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার থেকে সূর্যের আলো দেখা মেলেনি। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারপাশ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা আরো বেশি।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিশু, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে গরম কাপড়ের সন্ধানে। ফলে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণিবিতানে বেড়েছে ক্রেতার ভিড়।

কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।