শোক দিবসের আলোকচিত্র ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশ

Looks like you've blocked notifications!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীর সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়। নির্দেশনা মতে, জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করতে হবে। ১৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং কালো ব্যাজ ধারণ করতে হবে।

প্রধান কার্যালয়ে ব্যানার স্থাপন এবং ১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক মানবিক সহায়তা/খাদ্য সহায়তা সামগ্রী দিতে হবে। আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।