শোলাকিয়ায় গরুর হাটে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবি
কিশোরগঞ্জে দেশের বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠ সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত গরুর হাটে প্রস্তাবিত মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে শোলাকিয়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর সুলতান মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজ উদ্দিন ও সাবেক পৌর কাউন্সিলর আবু নাসের হিলালী মিন্টু।
বক্তারা বলেন, সরকার প্রতিটি জেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। কিশোরগঞ্জ জেলায় এ মসজিদটি শোলাকিয়া মাঠ সংলগ্ন পশ্চিম পাশে যে গরুর হাট রয়েছে সেখানে নির্মাণ করলে এলাকাবাসী এবং ঈদ জামাতে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধা বৃদ্ধি পাবে। কারণ, এর ফলে মাঠের পরিধি অনেক বৃদ্ধি পাবে, ঈদ জামাতে মুসল্লিদের স্থান সংকুলান হবে। তা ছাড়া মাঠের সামনে গরুর হাট থাকায় দেশের বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠের পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও উক্ত এলাকায় একটি মসজিদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই গরুর হাটটি অন্যত্র সরিয়ে উক্ত স্থানে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জোর দাবি জানান বক্তারা।
সম্প্রতি বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের অধীনে ১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জে জেলাপর্যায়ে ৪৩ শতাংশ জায়গার ওপর মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।