শ্বশুরবাড়িতে এসে ফুটবল খেলতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে এসে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিবলু মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবলু মিয়া (২২) পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আজমত আলীর ছেলে।
মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, শিবলু কয়েকদিন আগে বনগ্রামে তাঁর শ্বশুর লাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। আজ বিকেলের দিকে স্থানীয় লোকদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে নামেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন। এ সময় রনি ও জীবন নামের আরও দুজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিবলুকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।