শ্বশুরবাড়িতে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন বালুখালী ক্যাম্প-২-এর জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প-৮-এর মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ক্যাম্প ইনচার্জের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ওই দুজন ক্যাম্পের পাশের ১৭ নম্বর ক্যাম্পে শ্বশুরবাড়িতে বেড়াতে যান দুই জামাই হারেজ ও হাসান। সেখানে রাতে থাকার পর সকালে যখন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছিল, তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হন দুজন। এ সময় বজ্রপাত হলে দুজনেরই মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’