শ্রদ্ধা ভালোবাসা ও রাষ্ট্রীয় সম্মাননায় সি আর দত্তের চিরবিদায়
ফুলেল শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীরউত্তম চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত)। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে সি আর দত্তের নাম। সেই বাংলাদেশের পতাকা জড়ানো কফিনে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আনা হয় সি আর দত্তকে। জীবনবৃত্তান্ত পাঠ, নীরবতা পালনের পর জানানো হয় গানস্যালুট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সি আর দত্তের মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। শ্রদ্ধা জানায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার জানানো হয়। ঢাকেশ্বরী মন্দিরে আসার আগে বনানী ডিওএইচের বাসার সামনের মাঠে কিছুক্ষণের জন্য রাখা এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ।
সি আর দত্ত গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘সি আর দত্ত একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। দেশের যেকোনো ক্রান্তিকালে জাতিকে সঠিক পথনির্দেশক হিসেবে সব সময় দিকনির্দেশনা দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। তাঁর সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। এ স্বাধীন বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সে ক্ষেত্রে তাঁর (সি আর দত্ত) অনন্য ভূমিকার কথা জাতি চিরদিন স্মরণ রাখবে।’
এদিকে বনানী ডিওএইচএসের মাঠে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সি আর দত্তের প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে মেজর হাফিজউদ্দিন আহমেদ সি আর দত্তের ছেলের হাতে দলের শোকবাণী তুলে দিয়ে সাংবাদিকদের বলেন, ‘সি আর দত্তের মৃত্যুতে দেশ ও জাতি মহান সন্তানকে হারাল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এসেছি। আমরা সবাই তাঁকে (সি আর দত্ত) অত্যন্ত ভালোবাসতাম।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান প্রমুখ।