শ্রমিক ছাঁটাই করবেন না, মালিকদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

Looks like you've blocked notifications!

শ্রমিকদের ছাঁটাই না করতে এবং মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকুরি থেকে ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করুন।’

টিপু মুনশি আজ মঙ্গলবার কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।