শ্রীবরদীতে কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার আটক, লাখ টাকা জব্দ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাঁর ড্রয়ার থেকে প্রায় এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
আজ বুধবার রাতে উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করা হয়। দুদক জানিয়েছে, তাঁর বাসায়ও অভিযান চালানো হবে।
অভিযানে নেৃতত্ব দেন দুদকের টাঙ্গাইল জেলার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান এবং সহকারী পরিচালক আতিকুল আলম।
দুদক কর্মকর্তারা জানান, নগদ ৯৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে সাব-রেজিস্টার আব্দুর রহমান ভূঁইয়ার টেবিলের ড্রয়ারে। অভিযান এখনো শেষ হয়নি। সাব-রেজিস্টারের ভাড়া বাসায় অভিযান চালানো হবে। তারপর অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।