সংকটকালেও মতলববাজরা অশুভ খেলায় মেতেছে : ওবায়দুল কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/03/oka.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংকটের সময়েও গুজব সৃষ্টির মাধ্যমে চরিত্রহনন, ফেসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারা চলছে। এই মতলববাজ মহলটি দেশের এই সংকটকালেও অশুভ খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
করোনাভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
নিজেরা যার যার জায়গা থেকে সচেতন থেকে জনগণকে আওয়ামী লীগের সচেতনতার কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। জনগণ যাতে বিভ্রান্তিতে না পড়ে, সে জন্য দলের নেতাকর্মীদের সর্বদা সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
সামষ্টিক স্বার্থে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহ্বান জানান মন্ত্রী।
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক এই সংকটে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।’