‘সংকেত অমান্য করে’ মাইক্রোবাসের ধাক্কা, পুলিশ সদস্য নিহত
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ রাব্বি ভূঁইয়া (২৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মোহাম্মদ আরাফাত (২৮) নামের আরও এক পুলিশ সদস্য আহত হন। উপজেলার দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, রাব্বি ভূঁইয়ার লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ছাড়া আহত মোহাম্মদ আরাফাতকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রব জানান, দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আদাবরের নেতৃত্বে হাইওয়ে থানার সামনে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ সদস্যরা থামানোর সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাইক্রোবাসটি। আর এতেই গুরুতর আহত হন কনস্টেবল রাব্বি ও আরাফাত। এ সময় অন্যান্য পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরাফাত ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি আবদুর রব বলেন, ‘থানার সামনে নিয়মিত চেকপোস্ট করে থাকি আমরা। চেকপোস্টে ওই মাইক্রোবাসকে থামার সংকেত দিলে বেপরোয়া গতিতে মাইক্রোবাসটি পুলিশ সদস্যদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’