সংসদে অর্থ বিল পাস
সরকারের আর্থিক প্রস্তাবসমূহ কার্যকরণ এবং কতিপয় বিদ্যমান আইন কর প্রস্তাব সংশোধন করে আজ সোমবার সংসদে অর্থ বিল- ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে স্পিকার তা ভোটে দেন। সদস্যরা বিলটি পাসের পক্ষে মত দিলে কণ্ঠভোটে এটি পাস হয়। গত ১১ জুন তিনি বিলটি সংসদে উত্থাপন করেন বিলে সরকারের আর্থিক প্রস্তাবাবলী, কর কাঠামোসহ এ সংক্রান্ত বিধান কার্যকর করার সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিল পাসের প্রক্রিয়ায় এর ওপর সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ ও আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাঁ, মজিবুল হক শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবসহ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাববগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
অর্থ বিলে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা অর্থাৎ অপ্রদর্শিত আয়ের টাকা পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিধান রাখা হয়েছে। বিরোধী দলের সদস্যরা কালো টাকা সাদা করার বিধানের বিষয়ে সমালোচনা করেন।