সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মমতাজ

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদ অধিবেশনে আজ বুধবার বক্তব্যের এক পর্যায়ে গান গাইলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের এক পর্যায়ে গান গাইলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গান গেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন মানিকগঞ্জের এই সংসদ সদস্য।

আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন মমতাজ। আলোচনার শেষদিকে সুরেলা কণ্ঠে গান গেয়ে শোনান তিনি। এ সময় সংসদ পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সুরেলা কণ্ঠে মমতাজ গেয়েছেন,

‘আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই।

আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তাঁরে চিনি যার তুলনা নাই।

আমার নেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য, তাঁর কারণেই আমরা ধন্য।

এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।

সবার হাতে তালি চাই।’

গানের এক ফাঁকে মমতাজ বলেন, ‘আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার। সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

গান শুরুর আগে মমতাজ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এক পর্যায়ে স্পিকার এক মিনিট সময় দেন। এর আগেই তিনি গান শুরু করেন। তবে এক পর্যায়ে মাইক বন্ধ হয়ে যায়। ডেপুটি স্পিকার তাঁকে আরো এক মিনিট সময় দেন।

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মমতাজকে সমর্থন ও স্বাগত জানান।