সংসদ সদস্য বাহারের বিষয়টি পাস্ট অ্যান্ড ক্লোজড : সিইসি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিষয়টি ‘পাস্ট অ্যান্ড ক্লোজড’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় কুসিকের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি।
কুসিক ভোট শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ ছিল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে।’
পরে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য বাহারের বিষয়টি আমার দৃষ্টিতে পাস্ট অ্যান্ড ক্লোজড। এ ব্যাপারে কোনোরকম মন্তব্য আমি করব না।’
এর আগে আজ বুধবার সকালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি বলেন, ‘ইসি যে চিঠি দিয়েছে, তা অসমাপ্ত। এ চিঠি দেওয়ার পর হলুদ সাংবাদিকেরা আমাকে বিভিন্নভাবে হ্যারাস করেছে। ইসির কি অথরিটি আছে বলার?’
বাহার বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশন (ইসি) নিজেই আইন লঙ্ঘন করে চিঠি দিয়েছে। এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দিয়েছে।’