সংসদ সদস্য বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
ঢাকা- ২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা- ২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির।

সাংসদ বেনজীর আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি

মেয়র গোলাম কবির বলেন, বেনজীর আহমেদের করোনা পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছেন। তাঁর সুস্থতার জন্য ধামরাইবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

বেনজীর আহমেদের সুস্থতা কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা ধামরাইতে মসজিদে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, সংসদ সদস্য বেনজীর আহমেদের ঘনিষ্ঠ আত্মীয় ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেছেন, বেনজীর আহমেদের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাঁর রোগমুক্তি কামনা করেছেন।’