প্রতারণার মামলা

সকালে গ্রেপ্তার, বিকেলেই জামিন এবি ব্যাংকের ডিএমডির

Looks like you've blocked notifications!
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

প্রতারণার অভিযোগে এক ভুক্তভোগীর করা মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার হন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান। পরে বিকেলে সাড়ে ৩টার দিকে তাঁকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি।

আদালতের বেঞ্চ সহকারী জাহিদ হাসান এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জামিনযোগ্য ধারা হওয়ায় বিচারক দুই হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে (আব্দুর রহমান) জামিন দিয়েছেন।’

আজ মঙ্গলবার সকালে আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এসআই বেলাল বলেন, ‘এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তির একটি প্রতারণা মামলা ছিল। সম্প্রতি ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসে। এরপর তাঁকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।’