সচিবালয়ের দেয়াল ঘেঁষে আগুন
মাটির নিচে গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে সচিবালয়ের উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলেও পাঁচ মিনিট পরেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাই ২টা ৭ মিনিটে। পৌঁছাতে সময় লাগে দুই মিনিট। তার তিন মিনিট পর অর্থাৎ ৭টা ১২ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, এ আগুন নেভাতে পানির প্রয়োজন হয়নি। অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’
এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে রোজিনা আক্তার আরও বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ের ক্লিনিক ভবনের পেছনে গণমাধ্যমকেন্দ্রের সামনে। সেখানে সচিবালয়ের উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে প্রথমে আগুন জ্বলতে দেখেন কয়েকজন সাংবাদিক। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
সচিবালয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দেখেন, গ্যাস পাইপলাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। এ গ্যাস পাইপলাইন লিকেজ হয়ে আগুন লেগেছিল। গ্যাসলাইন বন্ধ করা হয়েছে। এখন আর কোনো ঝুঁকি নেই। তিতাসের কর্মীদের ডাকা হয়েছে। তারা এলে পাইপের লিকেজ মেরামত করা হবে।’